এএফপি : ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে মঙ্গলবার ইসরায়েল হামলা চালিয়েছে। সেখানে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির ব্যবহৃত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে তারা। অন্যদিকে ওই এলাকায় এক ডজনের মতো হামলা হয়েছে বলে জানিয়েছে হুতি।
বিদ্রোহীদের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ‘ইসরায়েলি শত্রুর ১২টি বিমান হামলা হোদেইদা বন্দরে লক্ষ্য করে চালানো হয়েছে।
’ পাশাপাশি হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ‘আমাদের দেশের বিরুদ্ধে ইসরায়েলি শত্রুর আগ্রাসন চালানো বিমানকে প্রতিহত করছে’।”
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘হোদেইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসনের মালিকানাধীন একটি সামরিক অবকাঠামো স্থাপনা’ লক্ষ্য করেছে। তারা আরো অভিযোগ করে, বন্দরটি ব্যবহার করা হচ্ছিল ‘ইরানি শাসনের সরবরাহকৃত অস্ত্র পরিবহনের জন্য, যা ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার হচ্ছিল’।
গত মাসে ইসরায়েল হামলা চালিয়ে হুতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্যকে হত্যা করে।