1. : dailydhakanews24 :
  2. admin@wordpress.com : root :
       
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

কানাডায় বন থেকে ৯ দিন পর এক ব্যক্তিকে উদ্ধার

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনলাইন: কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশে বিস্তীর্ণ বণাঞ্চলে নিখোঁজের এক সপ্তাহের বেশি সময় পর শুক্রবার এক ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। তিনি একটি পাথরে ‘হেল্প’ লিখে ও কাদায় ‘এসওএস’ লিখে দৃষ্টি আকর্ষণ করেছিলেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী অ্যানড্রু বারবারকে নিখোঁজ হওয়ার ৯ দিন পর ৮ আগস্ট রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) উদ্ধার করে। একটি হেলিকপ্টার তার ট্রাককে বনের রাস্তায় দেখতে পেলে তল্লাশি এলাকার পরিধি ছোট করা হয়।

পুলিশ জানিয়েছে, বারবার মারাত্মক পানিশূন্যতায় ভুগছিলেন ও পায়ে আঘাত পেয়েছিলেন। তবে তিনি ডালপালা দিয়ে আশ্রয় বানানো ও পুকুরের পানি পান করার মতো বেঁচে থাকার জন্য নানা কৌশল ব্যবহার করেছিলেন।

উইলিয়ামস লেক আরসিএমপির স্টাফ সার্জেন্ট ব্র্যাড ম্যাককিনন বলেছেন, ‘বারবার এখন অনেকটাই ভালো আছেন।’ তার ট্রাক নষ্ট হয়ে গেলে তিনি ৩১ জুলাই ভ্যাংকুভার থেকে প্রায় ৫৮৭ কিলোমিটার উত্তরের ম্যাকলিস লেকের কাছে নিখোঁজ হন।

একটি পুলিশ হেলিকপ্টার শুক্রবার তার ট্রাক ও অস্থায়ী আশ্রয় দেখতে পেলে তাকে খুঁজে বের করা সম্ভব হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধার দল কুয়েসনেল সার্চ অ্যান্ড রেসকিউ ফেসবুকে লিখেছে, ‘এক সপ্তাহেরও বেশি সময় বনে কাটানোর পর আজকের আকাশপথে অনুসন্ধানে আমাদের লক্ষ্য জীবিত অবস্থায় পাওয়া গেছে। মাটিতে ও আকাশে দীর্ঘ সময়ের পরিশ্রম এবং প্রতিটি সম্ভাব্য প্রযুক্তি ও সম্পদের ব্যবহারের মাধ্যমে এ সাফল্য সম্ভব হয়েছে।’

উদ্ধারকারীদের প্রকাশ করা এক ছবিতে কাঠি ও কাদামাটি দিয়ে বানানো বারবারের আশ্রয়টি দেখা যায়।
বড় একটি পাথরের গায়ে ঠেস দিয়ে বানানো আশ্রয়টিতে কাদামাটিতে ‘হেল্প’ লেখা ছিল।
ম্যাককিনন কানাডিয়ান প্রেসকে বলেন, ‘বারবার যা পাওয়া যায় তা-ই খেয়ে বেঁচে ছিলেন এবং আক্ষরিক অর্থে পানিশূন্যতা থেকে বাঁচতে পুকুরের নোংরা পানি পান করতেন।’
তিনি আরো বলেন, ‘মানুষের শরীর খাবার ছাড়া অনেক দিন টিকে থাকতে পারে, কিন্তু পানির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।’

কুয়েসনেল সার্চ অ্যান্ড রেসকিউয়ের প্রেসিডেন্ট বব জিমারম্যান সিবিসি নিউজকে জানিয়েছেন, তারা উদ্ধার না করলে বারবার আর ২৪ ঘণ্টাও বাঁচতে পারতেন কি না, তিনি নিশ্চিত নন।

তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনটি থেকে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©
Designed By

Bd Host Hub