চট্টগ্রাম সংবাদদাতা :: চট্টগ্রামের হাটহাজারীতে একটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় হাটহাজারী উপজেলার কড়িয়ার দিঘীর পাড়ে ফলক উন্মোচন করে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
উপস্থিত সবার উদ্দেশে উপদেষ্টা খালিদ হোসেন বলেন, মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুন্নত ছড়িয়ে দিতে চাই। বেদাত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে, নামাজির সংখ্যা বাড়বে। আমরা মসজিদ করে দিচ্ছি। আপনাদের দায়িত্ব হলো মসজিদকে আবাদ রাখা।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) মো. শহিদুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গঠিত মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্রের জমি নির্বাচন সংক্রান্ত কমিটির দুই সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আউয়াল হাওলাদার ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান এবং উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার পরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী।