1. : dailydhakanews24 :
  2. admin@wordpress.com : root :
       
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরম

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

অনলাইন: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বুধবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারতের ওড়িশা উপকূলীয় এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে বাংলাদেশে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সামগ্রিকভাবে আগামী কিছুদিন দেশে বৃষ্টি কম থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘লঘুচাপটি আরেকটু ঘনীভূত হতে পারে। তবে আমাদের এখানে খুব বেশি প্রভাব পড়বে না। আমাদের উপকূলীয় অঞ্চলে বড়জোর কিছু বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে আগামী কিছুদিন দেশে বৃষ্টি কম থাকতে পারে। ফলে ভাপসা গরমও অনুভূত হতে পারে। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©
Designed By

Bd Host Hub